সব
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছে। এছাড়া এক পথচারীকে চাপা দেওয়া দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়ে সাভারের এনাম মেডিকেল হাসপাতালের ভর্তি আছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত ৮ টার দিকে সাভারের রেডিও কলোনি এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুত গতির মোটরসাইকেলের চাপায় সাকিল আহমেদ রাজু (৩২) ও হেমায়েতপুর এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত বাস চাপায় রানা মিয়া (১৮) নামের এক পথচারী নিহত হয়।
নিহত রানা মিয়া (১৮) ঠাকুরগাও জেলার মহিউদ্দিনের ছেলে ও নিহত রাজু (৩২)ডগর মোড়া এলাকার আনোয়ার হোসেনে ছেলে।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, পৃথক স্থান থেকে আমরা নিহত দুই জনের লাশ উদ্ধার করেছি। তাদের পরিবারের সাথে আলাপ করে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।