আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক

আগের সংবাদ

বিজয় দিবসে স্মৃতিসৌধে নিরাপত্তা জোরদারে নতুন নির্দেশনা

পরের সংবাদ

না ফেরার দেশে চলে গেলেন সাভারের আলীনুর রহমান খান সাজু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৫:৪০ অপরাহ্ণ, ১০/১২/২০

সাভারের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষানুরাগী, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিক এবং মিডিয়া বান্ধব ব্যক্তিত্ব জনাব আলীনুর রহমান খান সাজু  মারা গেছেন, (ইন্নালিল্লাহে–ওয়াইন্নইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি বিশেষায়িত বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে সাভারের সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। আলীনুর রহমান খান সাজু’র মৃত্যুতে “আশুলিয়া এক্সপ্রেস”এর সম্পাদক লোকমান হোসেন চৌধুরী (খোকা) গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের শোক সন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আলীনুর রহমান খান সাজুর পরিবারের পক্ষে থেকে জানা যায়, তাঁর প্রথম জানাযা নামাজ সাভার পৌর এলাকার তারাপুর মাঠ এবং দ্বিতীয় জানাযা নামাজ মরহুমের গ্রামের বাড়ি সাভার উপজেলার শিমুলিয়া ইউনিয়নের মনসুরবাগ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে । পরে তাঁকে মনসুরবাগ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। তবে জানাযা নামাজের সময় এখনও নির্ধারণ করা হয়নি বলে মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে।