ধামরাই

ওসি প্রদীপের মিথ্যা মামলায় ১১ মাস ধরে কারাগারে সাংবাদিক

আগের সংবাদ

আবারও সফি উদ্দিন কে ইউপি সদস্য হিসেবে দেখতে চান এলাকাবাসী

পরের সংবাদ

ধামরাইয়ে ৫৬০ কেজি ত্রাণের চালসহ ইউপি চেয়ারম্যান আটক

ইস্কান্দার হোসাইন ( রুদ্র )

প্রকাশিত :১১:৪২ পূর্বাহ্ণ, ১২/০৮/২০

সাভারের ধামরাইয়ে  ত্রাণের চাল আত্মসাৎতের অভিযোগে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে আটক করেছে র‌্যাব-৪। এসময় চেয়ারম্যানের বাড়ি থেকে আত্মসাৎতের উদ্দেশ্যে মজুদ করে রাখা ৩৫ বস্তা ভর্তি ৫৬০ কেজি চাল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ধামরাইয়ে চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে র‌্যাব-৪ এর সদস্যরা তাকে আটক করে।

এব্যাপারে র‌্যাব-৪ এর কোম্পানী কমান্ডার জমির উদ্দিন আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গেল রাত ২টার দিকে ওই ইউপি চেয়ারম্যানের বাসায় অভিযান চালানো হয়। এসময় ইউপি চেয়ারম্যানের বসতবাড়ির পূর্ব পাশে দোচালা টিনের ঘর থেকে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিনামূল্যে বিতরণের জন্য ৩৫ বস্তা ভর্তি ৫৬০ কেজি ত্রাণের চাল জব্দ করা হয়। এই ঘটনায় ত্রাণের চাল আত্মসাৎতের অভিযোগে আটক করা হয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে।

তিনি আরও জানান আটক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।