শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা পেলেন জাবি শিক্ষিকা ড. জেবউননেছা

আগের সংবাদ

আশুলিয়ায় গ্যাস হিটার মেশিন বিস্ফোরণে নারী পোশাক শ্রমিক নিহত

পরের সংবাদ

সর্বোচ্চ মেধাবীকে কম্পিউটার উপহার দিলো রেনেসাঁ আইটি স্কুল

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:৩৫ অপরাহ্ণ, ০৯/১২/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া:

রেনেসা আইটি স্কুল, ২০১৫ সালে প্রতিষ্ঠা হবার পর থেকেই বরাবরই ভিন্ন রকম কোন না কোন কাজের মাধ্যমে আলোচনায় আসেন তারা। এবারও তার ব্যতিক্রম কিছু নয়, এবার তারা আলোচনায় আসেছেন সম্পূর্ণ ফ্রি’তে সর্বোচ্চ মেধাবীকে কম্পিউটার উপহার দিয়ে।

গত শুক্রবার বিকাল ৪ টার দিকে আশুলিয়ার জামগড়ার বেরুন এলাকায় আয়োজিত অনুষ্ঠানে রেনেসা আইটি স্কুলের মেধাবী শিক্ষার্থী লাবন্য আক্তার লুবনাকে এক সেট কম্পিউটার উপহার দেন।

ঢাকা জেলার শ্রেষ্ঠ তরুন করদাতা জনাব তানভীর আহম্মেদ রোমান ভূইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউপির সাবেক সদস্য ও হেলিমপ্লাজা শপিং কমপ্লেক্সের সত্ত্বাধিকারী জনাব জহিরুল হক ভূইয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন, রেনেসা আইটি স্কুলের পরিচালক মো: মনিরুজ্জামান হাওলাদারসহ স্কুলের অধ্যারণরত ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকগন।

এ সময় জনাব তানভীর আহম্মেদ রোমান ভূইয়ার ও রেনেসা আইটি স্কুলের ব্যবস্থাপনায় আগামী বছর থেকে সকল ছাত্র-ছাত্রীদের কম্পিউটার ফ্রি দেয়ার ঘোষণা দেয়া হয়।