ধামরাই

আশুলিয়ায় গাজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আগের সংবাদ

সাভারে সড়ক দূর্ঘটনায় পা হারালেন পোশাক শ্রমিক

পরের সংবাদ

ধামরাইয়ে বিষাক্ত সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:০৪ পূর্বাহ্ণ, ২৩/০৯/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

ধামরাইয়ে বিষাক্ত সাপের কামড়ে দেলোয়ার হোসেন ওরফে সোহাগ নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সাপে কামড় দেওয়ার পরে তাকে স্থানীয় ওঝা দিয়ে ঝাড়ফুক করানো হয় কিন্তু রক্ষা করতে পারেনি তার প্রাণ। পরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার সন্ধ্যায় ফসলি জমির পাশ দিয়ে হেটে বাড়ি যাওয়ার সময় তাকে বিষাক্ত সাপ ছোবল দেয়।

নিহত সোহাগ ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের রামদাইর গ্রামের হাজি আফসার উদ্দিনের ছেলে। সে ভালুম আতাউর রহমান খান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ।

জানা যায়, সাপের কাটার পরে তার ডাকে ও চিৎকারে আশপাশের ও বাড়ির লোকজন ছুটে আসে এবং স্থানীয় ওঁঝা দিয়ে ঝাঁড় ফু শুরু করে। এভাবে প্রায় কয়েক ঘন্টা ঝাড় ফু চললেও সুস্থ্য হয়নি সে। তার অবস্থার অবনিত দেখে শনিবার ভোর রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তার পরিবারে ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।