ধামরাই

সাভারে আওয়ামীলীগ নেতার বাড়িতে ডাকাতি; নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

আগের সংবাদ

সাভার আশুলিয়া মুক্ত দিবস; স্মৃতির পাতায় ৭১

পরের সংবাদ

ধামরাইয়ে বিষ প্রয়োগে বিধবা নারীর খামারের মাছ মারার অভিযোগ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৫:২৭ অপরাহ্ণ, ১৪/১২/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

ধামরাইয়ে বিষ প্রয়োগ করে বিধবা নারীর খামারের প্রায় ৫ লাখ টাকা মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী খামারী।
বৃহস্পতিবার ভোরে ধামরাইয়ের যাদবপুরের আমসিমুর গ্রামের নুন নাহার নামে নারীর মাছের খামারে এই ঘটনা ঘটে।
ক্ষতি গ্রস্থ নারীর ছেলে আলীম দাবী করে জানান, রাতে দিকে খামারে মাছগুলো পানির উপরি ভাগে ভেসে ভেসে উঠছিলো। পরে সকালে দেখি খামারে সব মাছ মরে ভেসে উঠেছে। শুধু তাই নয় পানিতে থাকা অন্যান্য জলজ প্রাণীও মরে ভেসে উঠে। পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যানের মিজানুর রহমান মিজুর নেত্তে¡তে লোকজন বিষ প্রয়োগ করে মাছ মেরেছে। প্রায় ৬ মাস আগে চেয়ারম্যান তার আত্নীয়ের জমি দাবী করে খামারে মাছ চাষ করতে বাধাঁ দেন ও হুমকি দেয়। সেই জের ধরে এমন ঘটনা ঘটিয়েছে। প্রায় ৫ লাখ টাকার মাছের ক্ষতি হয়েছে বলেও দাবী করেন তারা।


ক্ষতিগ্রস্থ বিধবা নারী নুন নাহার আয়ের সম্বল হারিয়ে দিশেহারা ও আহাজারি করে জানান, এতিম ছেলে মেয়েদের নিয়ে খামারের আয় দিয়ে সংসার চালিয়ে আসছিলাম। এখন কিভাবে চলবো। আর ঋণের টাকাই বা কিভাবে পরিশোধ করবো। এ ঘটনার সুষ্ট বিচারের দাবী জানান অসহায় এই নারী।
এ বিষয়ে অভিযুক্ত চেয়ারম্যান মিজানুর রহমান মিজু মুঠোফোনে জানান, এই ঘটনার সঙ্গে আম যুক্ত নই। তারা মিথ্যা অভিযোগ দিচ্ছে আমার বিরুদ্ধে।
এ ঘটনায় ধামরাই থানার এস আই কামরুল ইসলাম জানান, ধামরইয়ের যাদবপুরের আমসিমুর গ্রামের খামের বিষ প্রয়োগে মাছ মারা বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।