সাভারে নারী পুলিশ কর্মকর্তার মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেফতার

আগের সংবাদ

ভালবাসার স্মৃতি বেচা-কেনার হাট!

পরের সংবাদ

সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদের শ্রদ্ধা জানালেন পোপ ফ্রান্সিস

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৬:৫৫ অপরাহ্ণ, ৩০/১১/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

খ্রিস্টান সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয়গুরু পোপ ফ্রান্সিস সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার বিকাল ৪ টায় তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এসময় তাকে তিন বাহিনীর গার্ড অব অনার দেয়া হয়।

এসময় তিনি শহীদ বেধীতে শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নিরবতা পালন করেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করে একটি নাগেশ্বের চাপা গাছের চারা রোপন করবেন। সব মিলিয়ে ২০ মিনিট তিনি স্মতিসৌধে অবস্থানের পর ঢাকার উদ্দেশ্যে রওনা করেন।

এদিকে, পোপ ফ্রান্সিসের আগমন ঘিরে জাতীয় স্মতিসৌধ ও এর আশপাশের এলাকায় চার স্তরে নিরাপত্তা জোরদার করা হয়ে ছিল ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে।