আশুলিয়ায় বাড়িতে ডাকাতি; নগদ টাকা ও মালামাল লুট

আগের সংবাদ

আশুলিয়ায় অপহৃত শিশু ২০ দিন পর গাজীপুরে উদ্ধার; অপহরনকারী আটক

পরের সংবাদ

নবীনগর চন্দ্রা মহাসড়কে যাত্রীবাহি বাস খাঁদে: আহত ২০

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:১৬ অপরাহ্ণ, ২৬/০৭/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়া ও গাজীপুরের সীমান্তবর্তী এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আহত ২০। আহতদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে চক্রবর্তী এলাকার শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে নবীনগর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী পলাশ পরিবহনের দ্রুত গতির বাসটি চক্রবর্তী এলাকায় পৌছলে অপর একটি বাসকে ওভারটেকিংয়ের চেষ্টা করে। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়ক থেকে প্রায় ২৫ ফুট নিচু একটি পানি ভর্তি খালে পড়ে যায়। এসময় বাসে থাকা অন্তত ২০ যাত্রী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিকটস্থ শেখ ফজিলাতুন্নেছা মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করে।

ashuia pic (2)

সাভার হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম জানায়, খবর পেয়ে দেড় ঘন্টাব্যাপী চেষ্টা পর ফায়ার সার্ভিস ও রেকার সাহায্যে পানি থেকে বাসটি উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল পানিতে নেমে উদ্ধার কাজ পরিচালনা করেছে। তবে কোন নিহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য যে, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেও একই স্থানে পলাশ পরিবহনের বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছিলো।