নবীনগর চন্দ্রা মহাসড়কে যাত্রীবাহি বাস খাঁদে: আহত ২০

আগের সংবাদ

সাভার পৌরসভায় পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পরের সংবাদ

আশুলিয়ায় অপহৃত শিশু ২০ দিন পর গাজীপুরে উদ্ধার; অপহরনকারী আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:০৯ অপরাহ্ণ, ২৬/০৭/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার কুরগাঁওয়ে রাকিব নামে ৬ বছরের শিশু অপহরনের ২০ দিন পর গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে। এসময় এক অপহরকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোরে শিশুটিকে গাজীপুরের জয়দেবপুর এলাকার লিয়াকত চৌধুরী ভাড়া বাড়ি একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। মিশু রাকিব কুরগাঁও এলাকার আবদুর রহমানের ছেলে।রাকিবকে তার পরিবারের কাছে হস্তান্তর কারা হয়েছে।

এ বিষয়ে মামলা তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার এস আই অভিজিৎ চৌধুরী জানান, গত ৬ জুলাই কুরগাঁওয়ে ৬ বছরের শিশু অপহরনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে হাতে নাতে মিনারুল ইসলাম নামে এক অপহরনকারীকে আটক করা হয় ও অক্ষত শিশুটকে উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, আশুলিয়ার কুরগাঁওয়ে আবদুর রহমানের দু:সম্পর্কের আত্নীয় পরিচয় দিয়ে মিনারুল কৌশলে ৬ বছরের শিশু রাকিবকে অপহরন করে। এরপর মুক্তিপণ হিসেবে এক লাখ ৫০ হাজার টাকা দাবী করে আসছিল।

আটক মিনারুল ইসলাম নিলফামারী জেলার কিশোরগঞ্জ থানার নিতাই গ্রামের মতিউর রহমানের ছেলে।

এঘটনায় আশুলিয়ায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।