আশুলিয়ায় বজ্রপাতে গ্যাস পাইপ লিকেজে আগুন

আগের সংবাদ

ধামরাইয়ে প্রথম করোনা রোগীর মৃত্যু

পরের সংবাদ

আশুলিয়া থানার ওসিসহ ৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১২:০১ অপরাহ্ণ, ২৯/০৫/২০

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিজাউল হক (দিপু) সহ ৫ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার সকালে রিজাউল হক দিপু মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে তিনি আশুলিয়া থানায় তার কক্ষে হোম আইসোলেশনে রয়েছেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।

অন্যরা হলেন- এসআই সাজ্জাদুর রহমান, ওয়ারলেস অপারেটর ফিরোজ, পুলিশ কনস্টেবল নুর আলম ও নারী কনস্টেবল সাবিনা আক্তার।

মোহাম্মদ রিজাউল হক (দিপু) জানান, শরীরে গত দুইতিন ধরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনা পরিক্ষার জন্য নমুনা দেন। পরে আজ শুক্রবার সকালে জানতে পারেন তিনি করোনা পজিটিভ। তিনিসহ আশুলিয়া থানার ৫ পুলিশ সদস্য করোনায় পজিটিভ হয়েছেন। আরও ১০ পুলিশ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নাজমুল হুদা মিঠু জানান, সাভারে নতুন করে আরও ৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনায় রোগী সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩৮৭ জনে। এরমধ্যে ৪১ জন সুস্থ হয়েছেন ও ৬ জন মারা গেছেন।