আশুলিয়ায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা

আগের সংবাদ

আশুলিয়ায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

পরের সংবাদ

আশুলিয়ায় গণ পরিবহনের সংকট; শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:০০ অপরাহ্ণ, ০৪/০৮/১৮

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় সারা দেশের ন্যায় গণ পরিবহন সংকটের কারণে চরম র্দুভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। এসময় পরিবহন না পেয়ে অনেককেই পায়ে হেঁটে তাদের গন্তব্য যাওয়ার চেষ্টা করছেন।

শনিবার সকাল থেকে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে দূরপাল্লার যাত্রীবাহি বাসসহ অন্যান্য পরিবহনের চলাচল ছিল খুবই কম। ফলে বিভিন্ন বাসস্যান্ডে যাত্রীদের র্দুভোগের চিত্র ছিলো চোখে পড়ার মতো।

অন্যদিকে বাস চাপায় নিহত দুই শিক্ষার্থী হত্যার বিচারসহ ৯টি দাবিতে ৬ষ্ঠ দিনের মতো বিক্ষোভ করেছে আশুলিয়ার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। প্লেকার্ড, ব্যানার আর বিভিন্ন শ্লোগানে তারা এই দাবি তুলে ধরে ।

এ সময় তাদেরকে বিভিন্ন যানবাহন থামিয়ে লাইসেন্স ও ফিটনেস সার্টিফিকেট পরীক্ষা করতে দেখা যায় ।

এ দিকে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ তবে কোন সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি।