ঢাকা জেলা পুলিশ পরিদর্শক পদে রদবদল

আগের সংবাদ

আশুলিয়ায় আগুন আতঙ্ক হুড়োহুড়িতে আহত ২০ শ্রমিক

পরের সংবাদ

আশুলিয়ায় লাইটার ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ড; দগ্ধ অন্তত ২৫ শ্রমিক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৪২ অপরাহ্ণ, ২২/১১/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার জিরাবোতে কালারম্যাক্স বিডি লিমিটেড নামে একটি লাইটার ফ্যাক্টরীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করেছে। প্রায় আড়াই ঘন্টার চেষ্ঠায় আগুন নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় প্রায় ২৫ জনের অধিক শ্রমিক দগ্ধ হয়েছে। স্বানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে ও এছাড়া গুরুতর অনেককে ঢাকা মেডিকেল বার্ণ ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধ অধিকাংশই নারী শ্রমিক।

মঙ্গলবার বিকাল ৪ টার সময় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রায় আড়াই ঘন্টার চেষ্টায় সন্ধ্যায় সাড়ে ৬টায়  আগুন নিয়ন্ত্রণ হয়।

fire-pic-3

আশুলিয়ার ফায়ার সার্ভিস কর্মকর্তা আবদুল হামিদ জানান, গ্যাস লাইট ফ্যাক্টরী হওয়ায় আগুনের তীব্রতা ও ব্যাপকতা দ্রুত ছড়িয়ে পড়েছে। ফলে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। তবে এ ঘটনায় কোন শ্রমিক ভিতরে আটকে আছে কিনা সে বিষয়ে এখনো খবর পাওয়া যায়নি। তবে অগ্নিদগ্ধ হয়ে শ্রমিক হাসপাতালে ভর্তি রয়েছে।

প্রাথমিকভাবে ধারনা গ্যাস সিলিন্ডার বিস্ফোরন হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা।