আশুলিয়ায় রূপায়ণ ভুঁইয়া এম্পোরিয়ামের বিক্রয় মেলার উদ্বোধন

আগের সংবাদ

আশুলিয়ায় চুরি যাওয়া ৩০ বস্তা চাউলসহ আটক-২

পরের সংবাদ

আশুলিয়ায় কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত পানিতে জনদূর্ভোগ, প্রতিবাদে মানববন্ধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১১:১৩ অপরাহ্ণ, ২৩/০৭/২৩

সাভারের আশুলিয়ায় কয়েকটি কল কারখানার কেমিক্যাল মিশ্রিত বিষাক্ত বর্জ্য পানিতে প্লাবিত এলাকাবাসীর দূর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

শনিবার সন্ধ্যা ৬ টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুর পশ্চিমপাড়া এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে ভুক্তভোগীরা জানান, তাদের ব্যবহৃত একমাত্র সরু ড্রেনটিতে বুড়ির পাড়া এলাকার ঢাকা থাই নামের একটি এ্যালুমিনিয়াম তৈরির কারখানা সহ আশপাশের কয়েকটি কারখানার বর্জ্য পানি সরাসরি ছেড়ে দেওয়ায় বেশ কয়েক বছর ধরেই দূর্ভোগে পরেছেন তারা। বিভিন্ন দপ্তরে আবেদন করেও কোন প্রতিকার না পেয়ে মানববন্ধন সহ নানা রকম কর্মসূচি পালন করছেন তারা।

এ সময় তারা দ্রুত এর প্রতিকার না পেলে ড্রেনের মুখে বাঁধ নির্মানের কথাও জানান।