বঙ্গবন্ধু সেতুতেও বেড়েছে মোটরসাইকেলের চাপ

আগের সংবাদ

সিরাজগঞ্জে বেড়েছে যানবাহনের চাপ, ট্রাক-পিকআপে ফিরছে মানুষ

পরের সংবাদ

চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৭:৩৪ অপরাহ্ণ, ২০/০৪/২৩

১৪৪৪ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আগামীকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় চাঁদ দেখা কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হবে।

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির ওই বৈঠক অনুষ্ঠিত হবে বলে বুধবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর: ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে।