অবশেষে ১৩ বছর পর স্ত্রীর মর্যাদা পেলেন শিক্ষিকা

আগের সংবাদ

চাঁদ দেখা কমিটির বৈঠক কাল

পরের সংবাদ

বঙ্গবন্ধু সেতুতেও বেড়েছে মোটরসাইকেলের চাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৫:০৪ অপরাহ্ণ, ২০/০৪/২৩

পদ্মা সেতুর মতো বঙ্গবন্ধু সেতুতেও ছোট-বড় বাস, ট্রাক ছাড়াও মোটরসাইকেলের চাপ বেড়ে দাঁড়িয়েছে কয়েক গুণ। ফলে বঙ্গবন্ধু সেতুপূর্ব টাঙ্গাইল ও পশ্চিম সিরাজগঞ্জ অংশের উভয়পাড় দিয়ে গত ২৪ ঘণ্টায় ছয় হাজারের অধিক মোটরসাইকেল পারাপার করেছে।

এ ছাড়া ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিন মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকা ঘুরে দেখা যায়, মহাসড়কে ভোর থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। মোটরসাইকেলের চাপ কম ছিল। তবে বিকাল থেকে চাপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ঈদের ছুটির দিন থেকে যানবাহনের জটলা ছিল না। কিন্তু বঙ্গবন্ধু সেতুপূর্ব-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন স্থানে ঢাকাগামী যানবাহনের জটলার সৃষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করে জানান, গত বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ৬ হাজার ৮৪টি মোটরসাইকেল পারাপার হয়। সব মিলিয়ে ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। মহাসড়কে যানজট নেই। স্বাভাবিক গতিতে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার হচ্ছে।