আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আগের সংবাদ

আশুলিয়ায় ৯০৪ বোতল ফেনসিডিলসহ আটক-২

পরের সংবাদ

আশুলিয়ায় গণধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা, গ্রেফতার ১

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:৪৮ অপরাহ্ণ, ১৮/১০/২০

আশুলিয়ার ভাদাইল এলাকায় দুই বান্ধবীকে কিশোর গ্যাং কর্তৃক গণধর্ষণের ঘটনা অর্থের বিনিময়ে ধামাচাপার অভিযোগে শাহাদাত হোসেন নামের এক কথিত সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) ফজলুল হক।

এরআগে দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকার ‘এসএ’ পরিবহন কুরিয়ার সার্ভিস সেন্টার সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহাদৎ হোসেন আশুলিয়ার বিভিন্ন এলাকায় সাংবাদিক পরিচয় দিয়ে ঘুরে বেড়াতো এবং ফেইসবুকে স্ট্যাটাসের মাধ্যমে সংবাদ প্রচারের হুমকি দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৩০ আগস্ট আশুলিয়ার ভাদাইল এলাকার কিশোর গ্যাং প্রিন্সের সদস্যদের দ্বারা বেড়াতে আসা দুই কিশোরী ধর্ষিত হয়। এ ঘটনা জানতে পেয়ে ঘটনা ধামাচাপা দেওয়ার কথা বলে প্রধান আসামী সারুফের বাবার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয় সে।  পরে এ ঘটনায় ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে মামলা দায়ের করেন। তদন্ত করতে গিয়ে ঘটনা ধামাচাপার বিষয়টি সামনে আসলে দুপুরে একই মামলায় শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ।

আশুলিয়া থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) ফজলুল হক বলেন, ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টায় শাহাদাৎ হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।ভুক্তভোগীর বড় বোনের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আগামীকাল আদালতে পাঠানো হবে।

প্রসঙ্গ যে, এ ঘটনায় এর আগেও প্রিন্সের গ্যাংটির প্রধান সারুফসহ ৩ জনকে গ্রেফতার করা হয়।