সব
ঢাকার উত্তরা পূর্ব থানার ওসি অপারেশন মনিরুল হক ডাবলু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার দুপুরে মনিরুল হক ডাবলু মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। এ সময় তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
মনিরুল হক ডাবলু জানান, শরীরে গত দুইতিন ধরে জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিলে করোনা পরিক্ষার জন্য নমুনা দেন। পরে আজ বুধবার সকালে জানতে পারেন তিনি করোনা পজিটিভ।
এ ব্যাপারে আশুলিয়া প্রেসক্লাবের যুগ্ম- আহবায়ক খোকা মুহাম্মদ চৌধুরী বলেন, মনিরুল হক ডাবলু স্বল্প সময় আশুলিয়া থানার অপারেশনের দায়িত্ব পালন করলেও শিল্পাঞ্চল আশুলিয়ার অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ন ভূমিকা রেখে গেছেন। যেখানে সমস্যা, সেখানেই ছুটে গেছেন। বেশ কিছুদিন আগের ঘটনা, নবীনগর-চন্দ্রা মহাসড়কে চলন্ত বাসে ডাকাতিকালে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় বাস আটকের খবর শুনেই তিনি, যে অবস্থায় ছিলেন, সেই অবস্থায় ছুটে গেছেন। এছাড়াও বিভিন্ন অপহরনসহ গণধর্ষনের মামলা উৎঘাটন করেছেন। মাদকের বিরুদ্ধেও ছিলোও গুরুত্ব পূর্ণ ভূমিকা।
একজন সৎ ও আদর্শবান পুলিশ কর্মকর্তা হওয়ায় তিনি ছিলেন সাধারণের কাছে একজন অসাধারণ ব্যক্তি। কর্তব্যের ক্ষেত্রে তিনি ছিলেন অনড়। মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতনের মত স্পর্শকাতর বিষয়গুলোতে তার জিরো টলারেন্স নীতির কারণে সাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
উল্লেখ্য যে, তিন ১৯৭৮ সালে রাজবাড়ীর জেলার গোয়ালন্দ থানার বাহাদুরপুর গ্রামের জন্ম গ্রহন করেন। আশুলিয়ায় কম সময় হলেও জায়গা করে নিয়েছেন সাধারন মানুষসহ সহকর্মীদের হৃদয়ে। তিনি শিক্ষাজীবন শেষ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পাসের মধ্য দিয়ে।
পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) মনিরুল হক ডাবলু ২০০৫ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগ দেন। পরের বছরেই প্রথম যোগ দিয়েছিলেন রাজধানীর কোতোয়ালী থানায়। এভাবেই কাজের নিয়মে আশুলিয়া থানা ও বর্তমানে উত্তরা পূর্ব থানায় যোগ দেন।