ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, সাভারে যুবক আটক

আগের সংবাদ

সমকামিতার জেরে আশুলিয়ার সৌদি প্রবাসীকে হত্যা

পরের সংবাদ

সাভারে অবৈধভাবে নদীতে বালু ভরাটের সময় আটক ৬

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৯:২৮ অপরাহ্ণ, ৩১/০৮/২০

সাভারের তুরাগ নদে অবৈধভাবে বালু ভরাটের সময় ছয়জনকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় নদী ভরাটের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার জব্দ করা হয়।

সোমবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মমিন উদ্দিন। এর আগে রবিবার রাতে সাভারের কাউন্দিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বাবুল বেপারী (৩৫), সবুজ হাওলাদার (৩৩), হারুনুর রশিদ (২৪), সুমিল সরকার (২৬), শ্রী মলিন (৩৩) ও শ্রী সাগর (৩৩)। তারা বালু ভরাটের কাজে ব্যবহৃত ড্রেজার ও বলগেডের শ্রমিক।

আশুলিয়া নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মমিন উদ্দিন বলেন, রবিবার রাতে কাউন্দিয়া এলাকার তুরাগ নদের তীরবর্তী এলাকার ভূমি দখলের উদ্দেশে অবৈধভাবে বালু ভরাট করছে এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জমি ভরাটের কাজে জড়িত ছয় শ্রমিককে গ্রেপ্তার এবং দুটি ড্রেজার জব্দ করা হয়েছে।

আটকদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করে রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। নতুন করে কেউ নদের তীর দখল করে বালু ব্যবসা করলে অভিযান চালিয়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান নৌ-পুলিশ কর্মকর্তা মমিন।