সব
এক্সপ্রেস প্রতিবেদক:
ধামরাইয়ের কালামপুরে যত্রীবাহি বাসের চাপায় মো. মনোয়ার হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত শিক্ষার্থীরা কয়েক গাড়ি ভাঙ্গচুর করে ও প্রায় আধা ঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
সোমবার দুপুরে এই সড়ক র্দুঘটনা ঘটে।
নিহত মনোয়ার হোসেন ধামরাই ভালুম আতাউর রহমান খান কলেজের বাণিজ্য বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন।
ধামরাই থানার এস আই সজীব হোসেন জানান, সাটুরিয়া-ধামরাই আঞ্চলিক সড়কের ভালুম আতাউর রহমান কলেজের সামনে রাস্তা পাড়াপারের সময় মনোয়ার হোসেন নামে ছাত্রকে বাস চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এসময় উত্তেজিত কলেজ শিক্ষার্তী কয়েকটি গাড়ি ভাঙ্গচুর করে। এছাড়া আঞ্চলিক সড়কটি প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখেন। পরে পুলিশ গিয়ে তাদের বিভিন্ন দাবী দাওয়া শুনে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন।