আশুলিয়ায় দুই ইউনিয়নে যুবলীগের কমিটি গঠন

আগের সংবাদ

আশুলিয়ায় আগুন আতঙ্কে আহত-২০

পরের সংবাদ

জাতীয় স্মৃতিসৌধে ও সিআরপিতে কমনওয়েলথ গেমসের ব্যাটন বহনকারী দল

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:৫২ অপরাহ্ণ, ১০/১০/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ২১ তম কমনওয়েলথ গেমস উপলক্ষ্যে বাংলাদেশে কুইন্স ব্যাটন রীলে আয়োজনে ব্যাটন বহনকারী চার সদস্যের প্রতিনিধি দল। পরে সাভারের পক্ষাঘাত গ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) পরিদর্শন করেন। মুলত কমনওয়েলথ ভুক্ত দেশগুলোতে খেলার মাধ্যমে শান্তির বার্তা পৌছে দেয়াই উদ্দেশ্য।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে এসে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। পরে শ্রদ্ধা নিবেদন শেষে ৪ সদস্যের প্রতিনিধি দল জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সাক্ষর করেন। পরে দুপুরে সাভারের সিআরপির কার্যক্রম পরিদর্শণ করেন ও প্রতিবন্ধী শিশু কিশোর এবং ব্যক্তিদের খোঁজখবর নেন। এসময় তাদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভাইস প্রেসিডেন্ট এস.কে বাশার আহমেদ মামুন।
কমনওয়েলথ গেমসের ব্যাটন রীলে পাবলিক রিলেশন এন্ড মিডিয়া অপারেশন স্পেশালিস্ট কেরি এ্যালগার বলেন, বাংলাদেশের আতিথিয়া আমরাই উপভোগ করেছি। এসময় বাংলাদেশের প্রেক্ষাপটে কমনওয়েলথ গেমসের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি অংশগ্রহণকারী বাংলাদেশ দল উৎসাহ দেয়ার কথা জানান।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট এস.কে বাশার আহমেদ মামুন জানান, কমনওয়েলথ গেমসের অংশ হিসেবে ব্যাটন বহনকারী দল কমনওয়েলথ ভুক্ত দেশগুলো পরিদর্শন করবেন। ৫২ তম দেশ হিসেবে বাংলাদেশে এসছেন তারা। এখান থেকে তারা শ্রীলংকার উদ্দেশ্যে যাবেন।
উল্লেখ্য, আগামী বছর ৪ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত অস্ট্রেলিয়ার উপক‚লীয় কুইন্সল্যান্ডের গোল্ড কোস্ট শহরে বসছে কমনওয়েলথ গেমসের আসর। এখানে ৫৪ সদস্য বিশিষ্ট কমনওয়েলথভুক্ত বাংলাদেশসহ ৭১ টি দেশ অংশগ্রহণ করবে। নারীদের ট্রাইয়াথলন দিয়ে প্রথম ইভেন্টে মাধ্যমে যাত্রা শুরু হবে কমনওয়েলথ গেমস।