আশুলিয়া থানায় চার জঙ্গীর বিরুদ্ধে র‌্যাবের দুটি মামলা

আগের সংবাদ

আশুলিয়ায় বাস চাপায় নিহত ১; আহত ১০

পরের সংবাদ

সাভারে চিকনগুনিয়া প্রতিরোধে মশা নিধন অভিযান

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:১৬ অপরাহ্ণ, ১৮/০৭/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সারা দেশের মতো সাভারেও চিকুনগুনিয়া রোগ মোকাবেলায় পৌর এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন অভিযান শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। সাভারে এখনও এই রোগের বিস্তার শুরু না হলেও আগাম সচেতনতা হিসেবে এই কার্যক্রম শুরু করা হয়।

মঙ্গলবার সকাল থেকে সাভার পৌরসভার গেন্ডা, আনন্দপুরসহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে এই কার্যক্রম পরিচালনা করেন পৌর মেয়র হাজী আব্দুল গনি।

চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে সারাদেশে। এরই ধারাবাহিকতায় সাভার পৌর এলাকার বিভিন্ন জায়গায় ড্রেন ও জলাবদ্ধ স্থানগুলোতে ফগার মেশিনের মাধ্যমে লিমিড লিকুইড মেডিসিন ছড়ানো হচ্ছে। এসময় আরো উপস্থিত ছিলেন, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা শরফউদ্দিন আহমদ চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা।

সাভার পৌরসভা মেয়র হাজী আব্দুল গনি বলেন, সাভার পৌরসভার এলাকায় এখন পযন্ত চিকনগুনিয়া আক্রান্ত রোগী পাওয়া যায়নি। তবে অগ্রিম সর্তকতা জন্য আমরা এই অভিযান পরিচালনা করছি।