সাভারে সিআরপিতে উন্মুক্ত দিবস পালন

আগের সংবাদ

সাভারে ঝুট নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

পরের সংবাদ

সাভারে গুলি করে পোশাক কারখানার দেড় কোটি টাকা ছিনতাই; আহত ২

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:২১ অপরাহ্ণ, ০৭/০৩/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে একটি শিল্প কারখানার শ্রমিকদের বেতনের এক কোটি ৬০ লাখ টাকা গুলি করে ছিনতাই করে নিয়ে গেছে র্দুবৃত্তরা। এসময তাদের হামলায় দুইজন আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সাভারের হেমায়েতপুরের অবনী গ্রুপের এই টাকা ছিনতাই হয়। খবর পেয়ে র‌্যাব ও পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছেন।

র‌্যাব ৪ এর নবীনগর ক্যাম্পের কম্পানী কমান্ডার মেজর আবদুল হাকিম ক্ষতিগ্রস্থ প্রতিষ্ঠানের বরাত দিয়ে জানান, হেমায়েতপুরে গ্রুপের অবনী নীট থেকে পাশ্বর্বতী অবনী ফ্যাশনে এক কোটি ৬০ লাখ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় তিন দুর্বৃত্ত মোটরসাইকেলে হেমায়েতপুর সড়কের পদ্মার মোড়ে ব্যারিকেড দেয ও গুলি করে প্রাইভেটকারে থাকা ওই গ্রুপের কর্মীদের কাছ থেকে টাকা ছিনিয়ে পালিয়ে যায় র্দুবৃত্তরা। এসময় তাদের হামলা দুইজন আহত হয়। তাদের গুলিতে গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। তবে কেউ গুলিবিদ্ধ হয়নি।

এঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।