আশুলিয়ায় পিকআপ ভ্যানের ধাক্কায় ট্রাফিক পুলিশ নিহত

আগের সংবাদ

আশুলিয়ায় ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্ঠা: আটক এক

পরের সংবাদ

আশুলিয়ায় শ্রমিক ছাটাইয়ের প্রতিবাদে মানব বন্ধন ও বিক্ষোভ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:৫৭ অপরাহ্ণ, ২৯/০৮/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ার মাষ্ট নীট ওয়্যার লিমিটেড কারখানায় বকেয়া বেতন-বোনাস পরিশোধ ও ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরীতে পূনর্বহালের দাবীতে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শ্রমিকরা।

সোমবার সকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচী পালন করে তারা।

শ্রমিকরা জানায় আশুলিয়ার মোজারমিল এলাকার মাষ্ট নীট ওয়্যার কারখানায় শ্রমিকদের বকেয়া বেতন বোনাসের দাবী জানালে গত বৃহস্পতিবার ৫৭ শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ।

এঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকরা আজ বেলা সাড়ে দশটার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করে।

শ্রমিকরা এসময় ছাঁটাইকৃত শ্রমিকদের চাকরীতে পূনর্বহাল, আগামী ২ সেপ্টম্বরের মধ্যে বকেয়া বেতন ও বোনাস পরিশোধসহ তিন দফা দাবী তুলে ধরে।এঘটনায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।