শ্রমিকলীগ নেতা ইমাম হোসেনকে ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি পদকে ভূষিত

আগের সংবাদ

আশুলিয়ায় সাংবাদিক সফি সুমনের উপর সন্ত্রাসী হামলা

পরের সংবাদ

আশুলিয়ায় ভুয়া এএসপি আটক

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৮:৪৫ পূর্বাহ্ণ, ০৮/০৪/১৯

নিজস্ব প্রতিবেদক, আশুলিয়া এক্সপ্রেস:

আশুলিয়ায় পুলিশের এএসপি পরিচয় দিয়ে টাকা আত্নসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করেছে থানা পুলিশ। রোববার রাত ৯ টার দিকে আশুলিয়ার জামগড়া ফকির বাড়ি থেকে  তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- জামালপুর জেলার সদর থানার হাজীপুর বাজারের মো. মতি মিয়ার ছেলে মো. মারুফ ও অপরজন একই জেলার সরিষাবাড়ি থানাধীন বড়বাড়িয়া চরমন্ডল পাড়া এলাকার মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মো. আমিনুল ইসলাম। বর্তমানে তারা দুইজন আশুলিয়ার জামগড়া ফকির বাড়ি এলাকায় বসবাস করে আসছিলো।

এ বিষয়ে আশুলিয়া থানার এসআই বিলায়েত হোসেন জানান, চার মাস আগে স্থানীয় মো. ইসমাইল হোসেন বকুল  ভুঁইয়ার কাছ থেকে অস্ত্রের নিবন্ধন করে দেয়ার কথা বলে প্রায় ৮৫  হাজার টাকা হাতিয়ে নেয় এই দুই প্রতারক। এসময় মারুফ নিজেকে পুলিশের এএসপি পরিচয় দিয়েছিলো। পরে খোঁজ খবর নিয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বকুল ভুঁইয়া কৌশলে তাদের জামগড়া দেখা করার কথা বলে। তারা দেখা করতে আসলে আটক করে পুলিশে খবর দেন।

এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই বিভাগের সর্বশেষ