সব
টঙ্গী ময়দানে সন্ত্রাসী হামলার জন্য দায়ী সাদ পন্থীদের সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ করাসহ দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবিতে আশুলিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মুসুল্লিরা।
শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুমা আশুলিয়ার ধনাইদ ইউসুফ মার্কেট এলাকায় তাওহীদি জনতার ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
উলামা পরিষদ আশুলিয়া থানার সাংগঠনিক সম্পাদক মুফতি হাবিবুল্লাহ আশরাফ এর সভাপতিত্বে আশুলিয়া থানার যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি সিরাজুল ইসলাম বাহার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুফতি শফিকুল ইসলাম, মুফতি জাকারিয়া, মুফতি আশিকুর রহমান, মাওঃ শামছুদ্দিন আজাদী, মুফতি কেফায়েতুল্লাহ মাজহারী, মাওঃ মহিউদ্দিন আজাদী, মুফতি হোসাইন আহমেদ কাসেমী ও মোঃ দেলোয়ার তালুকদার।
এ সময় বক্তারা খুনী সন্ত্রাসী আওয়ামী দোসর সাদ পন্থীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনাসহ সারাদেশে তাদের কার্যক্রম বন্ধ করতে সরকারকে অনুরোধ জানান। এছাড়াও আগামী বিশ্ব ইজতেমায় অংশ গ্রহণ করতে দেশ-বিদেশের মুসলিমদের প্রতি আহ্বান জানানো হয়।
এ বিক্ষোভ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুফতি আল আমিন, মাওঃ আলী আহমদ, হাফেজ মাওঃ ওমর ফারুক, মাওঃ জাবের আহমদ, প্রিন্সিপাল হাফেজ ওমর ফারুক সহ ৬১১ নং হালকার উলামা মাশায়েখ, তাবলীগের সাথী ভাই সহ শত শত মুসল্লিয়ানে কেরাম।