সব
আশুলিয়ায় গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড একশন ব্যাটেলিয়ান (র্যাব-৪)। এসময় তাদের কাছ থেকে ৩২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) সকালে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান। এর আগে ২০ অক্টোবর রাতে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার কাঠুয়া গ্রামের বাসিন্দা সাদ্দাম (৩৫) ও শমসের আলী (৩১)।
র্যাব জানায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, আশুলিয়ার জিরাবো এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে এমন সংবাদে ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ওই এলাকার চিহ্নিত ২ মাদক কারবারিকে আটক করা হয়। পরে তাদের নিকট থেকে ৩২ কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ জব্দ করা হয়।
র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর জালিস মাহমুদ খান জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।