সব
ঢাকার আশুলিয়ায় পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। খবর পেয়ে ওই নারীর বিচারের দাবিতে মধ্যরাতে আশুলিয়া থানায় অবস্থান নেয় স্থানীয় মুসুল্লিরা।
সোমবার (২১ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক।
এর আগে রবিবার রাতে আশুলিয়ার গোরাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারী (২৫) আশুলিয়ার গোরাট এলাকার বাসিন্দা। তার পরকীয়া প্রমিকের নাম আব্রাহীম। সে মালয়শিয়া প্রবাসী।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আটককৃত নারী পরকীয়ার জেরে তার প্রেমিককে প্রেমের প্রমাণ হিসেবে পবিত্র কোরআন শরীফের উপর দুই পা দিয়ে দাঁড়িয়ে ভালোবাসার কথা প্রকাশ করে। পরে তার প্রেমিক এই ঘটনাটির ভিডিও মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করে দিলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে আটক করে থানায় নিয়ে আসে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, পবিত্র কোরআন শরীফ অবমাননার অভিযোগে রাতে এক নারীকে আটক করে থানায় আনা হয়। পরে স্থানীয় এক মুসুল্লি তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।