আশুলিয়ায় শপিংমলে চুরি : মালামাল উদ্ধারসহ গ্রেফতার ২

আগের সংবাদ

আশুলিয়া শ্রমিক সংঘর্ষে নারী শ্রমিক নিহত, আহত ২০

পরের সংবাদ

গোয়ালন্দ পাক দরবার শরিফ: মিথ্যা গুজবের তীব্র প্রতিবাদ

নিউজ ডেস্ক

প্রকাশিত :১২:৫৮ পূর্বাহ্ণ, ১৭/০৯/২৪

রাজবাড়ীর গোয়ালন্দ পাক দরবার শরিফ সম্পর্কে গত শুক্রবার (১৪ সেপ্টেম্বর) থেকে বিভিন্ন ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে।

ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলগুলোতে গোয়ালন্দ পাক দরবার শরিফ সম্পর্কে খ্রিস্টান ধর্মের প্রচার, ধর্মান্তরকরণ ও উস্কানিমূলক সংবাদ সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর। এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে দৃঢ় প্রতিবাদ জানিয়েছেন ডক্টর হুমায়ুন কবির, আশেকান, গোয়ালন্দ পাক দরবার শরিফ।

ডক্টর হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির এক উৎকৃষ্ট উদাহরণ, যেখানে বিভিন্ন ধর্মের মানুষ যুগযুগ ধরে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থানে শান্তি ও সুখে বসবাস করে আসছে।

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে প্রচারিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদগুলো ধর্মপ্রিয় মানুষের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টায় প্রচারিত হচ্ছে।

গোয়ালন্দ পাক দরবার শরিফ নিয়ে ধর্মীয় উস্কানির উদ্দেশ্যে সম্পূর্ণ অসত্য ও বিভ্রান্তিকর অপবাদ চাপিয়ে দেওয়া হচ্ছে, যা দূরভিসন্ধির বাস্তবায়ন চেষ্টা ছাড়া কিছু নয়।

সংবিধানের ৩য় ভাগে ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত মৌলিক অধিকার ৪১ (ক) ও (খ) ধারায় উল্লেখ আছে: “প্রত্যেক নাগরিকের যে কোনো ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রয়েছে। প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠান স্থাপন, রক্ষণ এবং ব্যবস্থাপনার অধিকার রয়েছে।”

একজন অনুসন্ধিৎসু ব্যক্তির কাছে উদ্রেক হওয়া প্রশ্নগুলোর উত্তর ধর্মীয় জ্ঞান ও ধর্মগ্রন্থের আলোকে জানানো শুধুমাত্র মানবিক দাবি নয়, বরং সামাজিক, শিক্ষা, প্রগতি এবং সম্প্রীতির উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। ইতিবাচক প্রথাগুলোকে নেতিবাচকভাবে উপস্থাপন করে চিন্তা-চেতনার স্বাধীনতা ও জ্ঞানের পথ বন্ধ করার চেষ্টা কখনোই দেশের বা বিশ্বের কল্যাণে সহায়ক হতে পারে না।