সব
সাভারে ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোরগ্যাং সমস্যা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা ও আইন শৃঙ্খলা সংক্রান্তে সুধীজনের সাথে ১ নং ওয়ার্ড বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) বিকেলে সাভার মডেল থানার আয়োজনে পৌর এলাকার বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
সাংবাদিক তোফা সানির সঞ্চালনায় সাভার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর রমজান আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা, পিপিএম।
আলোচনা সভায় নাগরিক প্রতিনিধি ও স্থানীয়রা নানা সমস্যার কথা তুলে ধরেন। এসব সমস্যা মনোযোগ সহকারে শুনে তা চিহ্নিত করেন ওসি।
পরে প্রধান অতিথির বক্তব্যে ওসি বলেন, আমার থানায় কোনো মাদক ব্যবসায়ী, মাদকসেবী, কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনাকারীর কোনো স্থান হবে না।
তারা যে কোনো পরিচয়ের হোক। আপনারা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তথ্য দিন অথবা সরাসরি আমাদেরকে জানান তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। তথ্য দান কারীর পরিচয় গোপন থাকবে।
দীপক চন্দ্র সাহা আরও বলেন, আমার থানার গেট সব সময় এলাকাবাসীর জন্য খোলা। যেকোনো প্রয়োজনে আমাকে সরাসরি জানাবেন। আমরা জনগণের সেবক। আমরা দেশের স্বার্থে কাজ করবো। চোখের সামনে অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে প্রয়োজনে জাতীয় জরুরি পরিষেবা ‘৯৯৯ ‘ এ কল করবেন। সর্বোচ্চ ১৫ মিনিটের মধ্যে আপনার দোরগোড়ায় পুলিশ পৌঁছে যাবে।
এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন, উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান, সাব্বির আহমেদ ও হাসান সিকদার সহ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।