সামাজিক মাধ্যমে ‘সুইসাইড নোট’ লিখে শিরোনামে পায়েল

আগের সংবাদ

শ্রাবন্তীর খোরপোশের মামলায় স্থগিতাদেশ আদালতের

পরের সংবাদ

সিনেমা করে এক টাকাও নেননি রণবীর, যা বললেন পরিচালক

বিনোদন ডেস্ক

প্রকাশিত :২:৪৯ অপরাহ্ণ, ১৫/০৩/২৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি খবর ছড়িয়েছিল তু ঝুটি ম্যায় মক্কার সিনেমা করে মোটা অঙ্কের টাকা নিয়েছেন রণবীর কাপুর। ঝড়ের গতিতে ভাইরালও হয়েছিল এ খবর। মুক্তির পর যদিও আশানুরূপ ফল করতে দেখা যাচ্ছে না এ সিনেমাকে।

চারদিনে সবে মাত্র ৫০ কোটি আয় করেছে লাভ রঞ্জনের সিনেমাটি। তবে এ আয় এখনও পর্যন্ত রণবীর ও শ্রদ্ধার কাপুরের পারিশ্রমিকই ঘরে তুলতে পারল না। একের পর এক বিগ বাজেট সিনেমাতে জায়গা করে নিচ্ছেন শ্রদ্ধা। তবে তার পারিশ্রমিকের সংখ্যা নেহাতই কম। এ সিনেমা করে তিনি রণবীরের পারিশ্রমিকের অর্ধেকের অর্ধেকও পেলেন না। সিনেমাটি করে রণবীর পেয়েছিলেন ৩৫ কোটি টাকা। যেখানে শ্রদ্ধার পকেটে এসেছে মাত্র ৭ কোটি টাকা।

সিনেমাতে থাকা অন্যান্য চরিত্রের পারিশ্রমিক ১ কোটির নিচেই ছিল। যদিও সিনেমাটি কতটা ভালো আয় করবে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তবে সত্যি কি ৩৫ কোটি টাকা নিয়েছিলেন রণবীর? এবার মিলল তার উত্তর। মুখ খুললেন পরিচালক লাভ রঞ্জন। জানালেন, তারা জানতেন না যে এ সাক্ষাৎকারে তারা এতটাই সৎ হবেন। তবে তিনি জানালেন এখন পর্যন্ত রণবীর এ সিনেমার জন্য এক টাকাও নেননি।