স্মৃতিসৌধে জাকের পার্টির শ্রদ্ধা নিবেদন

আগের সংবাদ

প্রথম ধাপে প্রায় দেড় লাখ বীর মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ

পরের সংবাদ

শ্রদ্ধার জন্য ফের উন্মুক্ত স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :২:৩১ অপরাহ্ণ, ২৬/০৩/২১

জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শ্রদ্ধা নিবেদন শেষে আবারও সর্বসাধারণের প্রবেশের জন্য উন্মুক্ত করা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ।

শুক্রবার (২৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শ্রদ্ধা জানানোর জন্য স্মৃতিসৌধ প্রাঙ্গণে প্রবেশ করে সাধারণ মানুষ।

এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়ে ছিল, শুক্রবার (সকাল ৭টা থেকে ৯টা এবং বেলা ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।