সব
আজ জনপ্রিয় চিত্রনায়িকা একা’র শুভ জন্মদিন।তরূণ-তরুণীদের কাছে বেশ প্রিয় এই অনিন্দ্য সুন্দরী ১৯৯৭ সালে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ ছবির মাধ্যমে আয়েশা আরবী নাম নিয়ে ঢাকার চলচ্চিত্রে অভিষেক হয়। এর পর ১৯৯৮ সালে প্রয়াত সুপার স্টার মান্নার পর্দাজুটি হিসেবে ‘তেজী’ ছবির মাধ্যমে নিজের ক্যারিয়ারের পক্ত করেন।। এক মান্নার সঙ্গেই টানা ২০-২৫টির মতো ছবি মুক্তি পায় তার। সে সময় এ জুটিকে লুফে নিয়েছিলো সিনেমার দর্শক। অভিনয় করেছেন তিনি নায়ক রুবেলের বিপরীতে ‘বাবা কেন আসামি’ ছবিতেও। এখানেও নজর কাড়তে সক্ষম হন। তবে নায়ক মান্নার সঙ্গেই সবচে বেশি সফল জুটি ছিলেন একা।
মান্নার মৃত্যুর পর রুবেল, অমিত, আমিন খান, আলেকজান্ডার বো, শাকিল খান, ফেরদৌস, শাকিব খান সবার সঙ্গেই অভিনয় করেন এই জনপ্রিয় নায়িকা।
শোবিজ ক্যারিয়ারে সুন্দরী এই গ্ল্যামারাস নায়িকা চলচ্চিত্রে অভিনয়ের বাইরে উপস্থাপনা, মডেলিং এবং টিভি নাটকেও অভিনয় করেছেন। বর্তমানে আবার একা তার শোবিজ ক্যারিয়ার নিয়ে মনোযোগী হয়েছেন। টিভি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও তিনি নাটক টেলিফিল্মে অভিনয় করছেন। প্রস্তুতি নিচ্ছেন পুরোদমে চলচ্চিত্রে অভিনয় করার।
করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারেন বৃহষ্পতিবার সন্ধ্যায় সামাজিক দুরত্ব বজায় রেখে কেক কেটে স্বল্পপরিশরে এই চিত্রনায়িকার জন্মদিন পালন করা হয়।
জন্মদিনে তার ভোক্তরা বরাবরই তাকে জন্মদিনের শুভেচ্ছাসহ বিভিন্নভাবে সারপ্রাইজ করেন । এবারও তার ব্যতিক্রম হয়নি বলে জানা গেছে। তাকে সোসাল মিডিয়াসহ বিভিন্ন ভাবে ভোক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।
চিত্রনায়িকা একা বলেন, আমি আমার সকল ভক্ত, দর্শক ও শুভাকাক্সক্ষীদের ধন্যবাদ জানাই। তাদের ভালোবাসার কারণেই আমি আজকের এই একা। আমি আরও ধন্যবাদ জানাই সকল সাংবাদিকদের, যাদের সহযোগিতা আমার চলার পথের পাথেয় হয়ে আছে। আমি সবার দোয়া আর ভালোবাসা নিয়েই এগিয়ে যেতে চাই। সবাইকে অনেক মিস করছি অনেক খারাপ লাগছে বাসায় ঘরোয়া ভাবে জন্মদিন পালন করতে আত্মীয়-স্বজন নাই বন্ধু বান্ধব নাই ফ্যান ক্লাবের বন্ধুরা নাই।
চিত্রনায়িকা বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে সবাই চলাফেরা করবেন, নিজে সচেতন হবেন এবং অন্যকে সচেতন করবেন। আপনারা হলে গিয়ে সিনেমা দেখবেন, আপনারা সিনেমা দেখলে আমরা সিনেমা বানাতে উৎসাহিত পাব, চলচ্চিত্রের সেই সোনালি দিন ফিরে আসুক, আমি এই কামনাই করি এবং চলচ্চিত্রের উন্নয়ন ঘটুক।
তিনি আরও বলেন, আমি ধন্যবাদ জানাই আমার ফ্যান ক্লাবের সকল সদস্যবৃন্দকে যারা আমার জন্মদিনে উইশ করেছেন, বিশেষ করে আমার ফ্যান ক্লাবের সন্মানিত সিনিয়র এডমিন মোঃ বশির আহমেদ, সিনিয়র এডমিন মোঃ মুনজুর রহমান,সিনিয়র এডমিন রাসেল আমির, সিনিয়র এডমিন হাজী শাকিল আহামেদ, সিনিয়র এডমিন মাইকেল, সিনিয়র এডমিন আফরোজা আনসারী, সাইফুল ইসলাম, সাহেদ সানি, নিহার রায়, বিলাল, আরিফুর রহমান তারেক, আল আমিন, ও শিউলিকে।