জমঈয়তের এতিমখানার বহুতল ভবন উদ্বোধন

আগের সংবাদ

আশুলিয়ায় রোবট 'মিরা' উদ্ভাবন করলেন গবি’র ৬ শিক্ষার্থী

পরের সংবাদ

বর্নাঢ্য আয়োজনে সাভারে শিক্ষক দিবস পালিত

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৭:৫২ অপরাহ্ণ, ০৫/১০/১৯

শেখ এ কে আজাদ, সাভার:

শনিবার পাঁচে অক্টোবার দুপুর ১২ টা থেকে নানা আয়োজনে সাভারে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে । শিক্ষকরা প্রথমে সাভার উপজেলা চত্বরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করে পরে উপজেলা অডিটেরিয়ামে রুমে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনাসভা অনুষ্ঠান করে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়োশন

এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘YOUNG TEACHER : THE FUTURE OF THE PROFESSION’। শিক্ষকরা যাতে ভবিষ্যত প্রজন্মের চাহিদা পূরণ করতে পারে তা নিশ্চিত করতেই দিবসটি পালন করা হয়ে থাকে। শিক্ষকদের অবদানকে স্মরণ করার জন্য জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে ১৯৯৫ খ্রি: থেকে প্রতি বছর এই দিনে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি পালনে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষকদের মর্যাদা ও মানসম্মত শিক্ষা বাস্তবায়নে শিক্ষকের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়, শিক্ষকদের অধিকার সম্পর্কে জানানো হয়, মানসসম্মত শিক্ষা তথা সকল শিশুর জন্য প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করে প্রবীণ শিক্ষকদের অভিজ্ঞতাকে জানা ও কাজে লাগানো।

এই উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান, তিনি তার বক্তব্যে বলেন বাবা একজন শিক্ষক ছিলেন আমি নিজেও একজন শিক্ষক ছিলাম এই পেশা একটি মহান পেশা সুতারাং ছোট করে দেখার কোন সুযোগ নেই। এ সময় তিনি সরকারি নতুন বাজেট হলে কিন্ডার গার্টেন এসোসিয়োশনের সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন এবং মানসম্মত শিক্ষার জন্য তাগিদ দেন।

এসময় আরও উপস্থিত ছিলেন নাগরিক কমিটির সাধারন সম্পাদক মো: সালাউদ্দিন খান নইম, এ ছাড়াও কিন্ডার গার্টেন এসোসিয়োশনের নেতৃবৃন্দ,স্কুল ও কলেজের প্রধানগনসহ প্রায় দুই শতাধীক শিক্ষক- শিক্ষিকা।

অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়োশনের চেয়ারম্যান মোঃ আরফানুর রহমান ।