সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সাভার পৌরসভায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের শতভাগ বেতন ভাতা ও পেনশন সুবিধাসহ সকল সুযোগ-সুবিধা সরকারের রাজস্ব তহবিল থেকে পাওয়ার জন্য দুইদিন ব্যাপী কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালিত হচ্ছে।
সোমবার দুপুরে সাভার পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন এর আয়োজনে সাভার পৌরসভা প্রাঙ্গনে এই কর্মসূচী পালিত হচ্ছে।
এসময় তারা বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করার জন্য ও উন্নয়নে সারা দেশের পৌর সভাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই সরকারি রাজস্ব তহবিল থেকে পৌর সভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা পরিষদের দাবী জানায়।
দাবী মেনে না নিলে আরও কঠোর আন্দোলনের ঘোষনা দেন তারা।