সাভার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী

আগের সংবাদ

সাভারে ট্রাক খাদে; চালক নিহত ও হেলপার আহত

পরের সংবাদ

বিশ্বযুদ্ধের বোমা সাভারে উদ্ধার; পরীক্ষা করছেন সেনাবাহিনী

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:২৩ অপরাহ্ণ, ১৭/০১/১৮

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে মাটি কাটার সময় মাটির নিচ থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি এয়ার বোমা পাওয়া গেছে। প্রাথিমিকভাবে ধারনা করা হচ্ছে এয়ার বোমাটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের সময় ফেলা হয়েছিল।

বুধবার বিকালে সাভারের আমিনবাজার বসুধা এলাকায় একটি ইট ভাটায় ভেকু দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে পরিত্যাক্ত অবস্থায় বোমাটি পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে আমিনবাজার পুলিশ ফাড়ির সদস্যরা সেটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়।

সাভার মডেল থানার আমিনবাজার ফাড়ি ইনচার্জ জানান, বসুধা এলাকায় ভেকু দিয়ে মাটি কাটার সময় মাটির নিচে পরিত্যাক্ত অবস্থায় এয়ার বোমাটি দেখতে পায় স্থানীয়রা। পরে আমিনবাজার পুলিশ ফাড়ির সদস্যরা সেটি উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। পরবর্তীতে বোমাটি পরীক্ষা করার জন্য সাভার সেনানিবাসে খবর দেয়া হয়। সেনাবাহিনীর ৩ সদস্য বিশিষ্ট গোলা বারুদ বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌছে বোমাটি প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখেন।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এয়ার বোমাটি ফেলা হয়েছিল। এছাড়া পরিত্যাক্ত অবস্থায় বোমাটি পাওয়া গেলেও বোমাটির ভিতরে এখনও বিস্ফরক রয়েছে বলে ধারনা করছেন বিশেষজ্ঞ দল।