ধামরাই পৌরসভার আয়োজনে বর্ণাঢ্য বিজয় দিবস উৎযাপন

আগের সংবাদ

সাভারে চিহিৃত মাদক ব্যবসায়ী দম্পতি আটক; র‌্যাব-৪

পরের সংবাদ

ডিসিসি উত্তর উপনির্বাচনে দলীয় সমর্থকও মননোয়ন পেতে পারেন; সেতু মন্ত্রী

হাসান ভূঁইয়া

প্রকাশিত :২:০২ অপরাহ্ণ, ১৮/১২/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ নির্বাচন দলীয় প্রতীকে হবে ও জনগনের উন্নয়নে যে কাজ করবে ও গ্রহনযোগ্য হবে এমন প্রার্থীই মননোয়ন দেবে আওয়ামীলীগ। প্রার্থী দলীয় নেতা এমনকি শুধু সমর্থক থেকে হতে পারেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুরে ফুট ওভার ব্রিজ উদ্বোধন কালে এসব কথা বলেন মন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, বিএনপির ঘরেই গনতন্ত্র নেই, তারা কিভাবে দেশের গনতন্ত্র নিয়ে কাজ করবে, তারা গনতন্ত্রে বিশ্বাস করে না। এছাড়া বিএনপির বড় নেতারা কারাগার থেকে বাইরে বেরিয়ে আসছেন, ছোট নেতাদের খোঁজ নেয় না বলেও সমালোচনা করেন।

পদ্মা সেতুর কাজ সময় মতো শেষ হবে কিনা এক প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, পদ্মা সেতুর কাজ যথা সময়ে শেষ করার পরিকল্পনা নিয়ে কাজ এগিয়ে চলছে। পাশাপাশি ফুট ওভার ব্রিজ ব্যবহারের জন্য জনগনকে অনুরোধ করেন। এছাড়া শীতের কুয়াশার কারনে সড়ক র্দুঘটনা বাড়ছে, তাই নূন্যতম গতিবেগে গাড়ি চালানোর জন্য চালকের প্রতি নির্দেশ দেন মন্ত্রী।

এর আগে সকালে সাভারে নবীনগরে আরও একটি ফুট ওভার ব্রিজ উদ্বোধন করেন মন্ত্রী। মোট ১৮ কোটি টাকা ব্যয়ে দুইটি ফুট ওভার ব্রিজ ও হেমায়াতেপুর বাস স্ট্যান্ডের ৮ লেনের সড়ক উদ্বোধন করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ নেতা কর্মীসহ সড়ক ও জনপথের উধ্বর্তন কর্মকর্তাগন।