আশুলিয়ায় ডাস্টবিন থেকে চাপাতিসহ ২০টি দেশীয় অস্ত্র উদ্ধার; র‌্যাব ৪

আগের সংবাদ

আশুলিয়া শিশু শাহাদাত হত্যার মূল আসামী জাহাঙ্গীর গ্রেফতার

পরের সংবাদ

সাভারে সিটি ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা হল ছাড়ছেন; বাপ্পীসহ আটক ৪

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১০:০৮ পূর্বাহ্ণ, ১১/০৪/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারে বহিরাগত ছাত্রলীগের গুলিতে সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী সিফাত নিহত হওয়ার ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে সিটি ইউনিভার্সিটি আগামী ১৫ তারিখ পর্যন্ত বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সকাল থেকে ক্যাম্পাসে বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেন কর্তৃপক্ষ। এদিকে সকাল ১০ টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নিদের্শ দেওয়া হয়েছে। সকাল থেকে শিক্ষার্থীরা আবাসিক হল ছাড়তে শুরু করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার বিরুলিয়া ফাড়ি ইনচার্জ তরিকুল ইসলাম জানান, এদিকে এঘটনায় অভিযুক্ত শিক্ষার্থী বাপ্পিকে প্রধান আসামী করে বেশ কয়েক জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের প্রস্তুতি নিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এঘটনায় এখন পর্যন্ত বাপ্পীসহ চারজনকে আটক করেছে পুলিশ। সিটি ইউনিভার্সিটির সামনে দোকান পাট বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা।

এছাড়া নিহত কলেজ ছাত্রের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত সম্পন্ন করে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।