আশুলিয়ায় ঈশা ফিলিং স্টেশনে পানি মিশ্রিত অকটেন বিক্রি; আটক ১

আগের সংবাদ

আশুলিয়ায় এক নারীকে ধর্ষনের অভিযোগ, আটক এক

পরের সংবাদ

সাভারে বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন

হাসান ভূঁইয়া

প্রকাশিত :৩:০৮ অপরাহ্ণ, ০৫/০১/১৭

এক্সপ্রেস প্রতিবেদক:

বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ডের কর্মকর্তাদেরর জন্য দুই মাসের বিশেষ বুণিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।

বৃহস্পতিবার দুপুরে সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের আইসিটি অডিটরিয়ামে পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে পানি সম্পদ মন্ত্রী বিশেষ এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।

মন্ত্রী এসময় বলেন, পানি সম্পদ দেশের উন্নয়নে বড় ভূমিকা পালন করে আসছে। ফলে উন্নয়নের এই ধারা আরও গতিশীল ও সঠিকভাবে ব্যবহার করতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণের মাধ্যমে আরও দক্ষতা অর্জন করে কর্মক্ষেত্রে কাজের উন্নয়ন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দুইমাস মেয়াদি এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ পানি উন্নয়ণ বোর্ডের ২৫ জন কর্মকর্তারা অংশ গ্রহন করেন।

বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর আ,ল,ম,আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মো, নজরুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন পানি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী মো. জাহাঙ্গীর কবির।