আশুলিয়ায় কালার ম্যাক্সে অগ্নিকান্ডের ঘটনায় শ্রম আদালতে দুইটি মামলা

আগের সংবাদ

আশুলিয়ায় পুড়ে যাওয়া কালার ম্যাক্স কারখানার শ্রমিকদের মানববন্ধন

পরের সংবাদ

সাভারে দুই আবাসন প্রতিষ্ঠানের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:০৬ অপরাহ্ণ, ২৯/১১/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

সাভারের আমিনবাজারের বরদেশী গ্রামে দুইটি আবাসন প্রতিষ্ঠানের মধ্যে বালু ভরাট ও জমি দখল নিয়ে সংঘর্ষের ঘটনায় নিখোঁজ জুয়েল নামে এক ঠিকাদারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে বরদেশী গ্রামের তুরাগ নদীতে উদ্ধার করা হয় জুলেলের মৃতদেহ।

এ বিষয়ে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান, গত রোববার সিলিকন সিটি ও ওয়েস্ট লেক সিটি নামে জমি দখল নিয়ে দুই আবাসন প্রতিষ্ঠানের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫ জন গুলিবিদ্ধ হয়েছিল ও জুলেল নামে এক ঠিকাদার পানিতে পড়ে নিখোঁজ ছিল। প্রাথমিকভাবে জানা যায় জুয়েল সিলিকন আবসান প্রতিষ্ঠানের ঠিকাদার হিসেবে বিভিন্ন মালামাল সরবরাহ করে আসছিল। ঘটনার দিন সেও উপস্থিত ছিল ও প্রতিপক্ষের হামলা থেকে বাঁচার জন্য পানিতে লাফিয়ে পড়ে। তারপর থেকেই নিখোঁজ ছিল।

তবে এ ঘটনায় ইতিমধ্যে সিলিকন সিটি আবাসন প্রতিষ্ঠানের ব্যবস্থাপক বাদী হয়ে ১৫ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে সাভার মডেল থানায়।