সব
এক্সপ্রেস প্রতিবেদক:
সব ধরণের জঙ্গিবাদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন মাদকবিরোধী জোটের নেতা-কর্মীরা। জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন মাদকবিরোধী জোটের সভাপতি মিঠুন সরকার।
শুক্রবার(১৫ জুলাই) বিকালে মাদকবিরোধী জোটের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভায় ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে মাদকবিরোধী জোটের আহবান ’ শীর্ষক আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান। মাদকবিরোধী জোটের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকবিরোধী জোটের কেন্দ্রীয় পরিষদের অন্যতম উপদেষ্টা ও স্বাধীনতা সাংবাদিক পরিষদ (স্বাসাপ) এর আহবায়ক বরুন ভৌমিক নয়ন। এসময় আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে বরুন ভৌমিক নয়ন বলেন, সন্তানদের পারিবারিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। যারা অপব্যাখা দিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করছে তাদের ছাড় দেওয়া যাবে না। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান। তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করলে এ পথে আর কেউ পা বাড়াতে সাহস করবে না। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চিকিৎসক ডা. ফরিদা হক। তার বক্তব্যে বলেন, তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। তবেই সমাজ সন্ত্রাসমুক্ত হবে। আরো বিশেষ অতিথি ছিলেন পোরাবাড়ী সমাজ কল্যান সংঘের সাধারণ সম্পাদক রমজান আহমেদ, বার্ডের পরিচালক মিতুল হায়দার, বিডি নিউজের স্টাফ রিপোর্টার সেলিম আহেমদ ও অনলাইন পত্রিকা সিএনআই এর ব্যবস্থাপনা সম্পাদক তোফায়েল হোসেন তোফাসানি।এসময় মাদকবিরোধী জোটের সহ-সভাপতি জাহিদ হাসান বলেন, জঙ্গিদের শাস্তি নিশ্চিত করলেই সমাজ সন্ত্রাসমুক্ত হবে। সভায় মাদকবিরোধী জোটের সাধারণ সম্পাদক বেণু রাজ বলেন, ‘পুলিশ, সাধারণ মানুষ ও মন্দিরের পুরোহিত হত্যা করে দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে, তাদের কোনো ষড়যন্ত্রই সফল হবে না। যারা এমন জঘন্য হামলা করতে পারে, তারা মানুষ নয়। তাদের কোনো ধর্ম নেই’। তারা দেশ ও জাতির শত্রু বলেও মন্তব্য করেন তিনি। মাদকবিরোধী জোটের যুগ্ম সাধারণ সম্পাদক ও মাদকবিরোধী জোট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আসিফ ইকবাল বলেন, মুখোসধারী কিছু যুবক বিপথে চলে যাচ্ছে। তারা খুন, জিম্মিসহ নানা কৌশলে সন্ত্রাসী কর্মকান্ড করে যাচ্ছে। এদের প্রতিরোধ করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মাদকবিরোধী জোটের সাংগঠনিক সম্পাদক সনজিৎ সরকার উজ্জ্বল বলেন, দেশ প্রেমের সুমহান আদর্শে উজ্জীবিত হয়ে মাতৃভূমির সংকট কালে সকলকে একযোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করে যেতে হবে এবং একই সঙ্গে অসাম্প্রদায়িক বাংলাদেশ বির্নিমাণে অনবদ্য ভূমিকা পালন করতে হবে। বাবা-মাকে আরো যত্নশীল হতে হবে। পরিবারকে সর্তক থাকতে হবে, তাদের সন্তানরা যেন দেশবিরোধী কোনো কর্মকান্ডে জড়িয়ে না পড়ে। সম্প্রতি গুলশান, শোলাকিয়াসহ বিভিন্ন মন্দিরের পুরোহিত ও সমজিদের ইমাম হত্যাসহ সকল হামলার নিন্দা জানান মাদকবিরোধী জোটের নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন মাদকবিরোধী জোটের সহ-সভাপতি মো. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক এআর জনি, অর্থ সম্পাদক মাহমুদুল বিশ্বাস সবুজ, দপ্তর সম্পাদক ইমদাদুল হক, সমাজসেবা সম্পাদক আবির হাসান খান পলাশ, ক্রীড়া সম্পাদক শরীফ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক নাদির হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক নার্গিস আক্তার, পাঠাগার সম্পাদক আব্দুল কাইয়ুম, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান, উপ স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক ইমন সরকার, মো: শিমুল, মোহাম্মদ পারভেজ, কার্যকরী সদস্য পারভেজ দেওয়ান, মো: হাবিবুর রহমান, শরিফুল ইসলাম এবং মাদকবিরোধী জোট সরকারি দেবেন্দ্রনাথ কলেজ শাখার প্রতিনিধি মো: সোহাগ মিয়া। দৈনিক সংগ্রামের সাভার প্রতিনিধি শামীম হোসেন, বাংলা ট্রিবিউন এর সাভার প্রতিনিধি নাদিম হোসেন ও সাভার পৌর ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাঈম অপু, সাভার বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন এবং আশুলিয়া থানা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক আব্দুর রহমান শুভ্রসহ স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।