বিএনপিকে জঙ্গীবাদের বিরুদ্ধে সরকারের সঙ্গে কাজ করার আহবান; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী

আগের সংবাদ

জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে মাদকবিরোধী জোটের আহবান

পরের সংবাদ

আশুলিয়ায় মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় ঘরবাড়ি ও দোকানপাট ভাঙ্গচুর; আহত ৩

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:২৪ অপরাহ্ণ, ১৩/০৭/১৬

এক্সপ্রেস প্রতিবেদক:

আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেয়ায় দুই ধাপে কয়েকটি বাড়িসহ দোকানপাট ভাঙ্গচুর করেছে সন্ত্রাসীরা। এসময় হামলায় তিনজন আহত হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার ভাদাইলের সাদু মার্কেট এলাকায় এই হামলায়ার ঘটনা ঘটে ।

হামলার শিকার ব্যক্তিরা জানান, স্থানীয় হযরত আলী ও তাহের আলী বাদাইল এলাকায় মাদক ব্যবসা ও জূয়া খেলা চালিয়ে আসছিল। স্থানীয় কয়েকজন প্রতিবাদ করার জের ধরে গভীর রাতে তাদের সন্ত্রাসী বাহিনী বিদেশীর ভাড়া বাড়িসহ ও বিভিন্ন দোকানপাটে ভাঙ্গচুর চালায়। এসময় হামলায় তিনজন আহত হয়।

Ashulia pic (1)

এ ঘটানায় আশুলিয়ার থানার এস আই মশিউর রহমান নয়ন ঘটনাস্থল পরিদর্শন করে ও তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান।তবে পুলিশ পরিদর্শন করে যাওয়া পর সন্ত্রাসী আবার হামলা চালায় বলে অভিযোগ করেন এলাকাবাসী।

এ বিষয়ে কোরিয়ান নাগরিক মি. কীম জানান, হঠাৎ করে রাত ৩টার দিকে কয়েকজন ব্যক্তি তার ভাড়া বাড়ি ফটকে হামলা চালায়। তিনি খুবই সংকিত ও দ্রুত প্রশাসনকে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন। হযরত আলীর বিরুদ্ধে আগেও এক গ্যারেজ মালিকে মারধর ও গ্যারেজ ভাঙ্গচুরসহ কয়েকটি সন্ত্রাসী কাযাকলাপের অভিযোগ রয়েছে বলে জানা যায়।