সব
সাভারের আশুলিয়ায় বিএনপির ৩১ দফা নিয়ে আলোচনা সভা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি সহ জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১৯ মার্চ) আশুলিয়ার গাজীরচট স্কুল মাঠে ধামসোনা ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়।
ধামসোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোখলেসুর রহমান খান ইলিয়াস শাহীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গফুর মিয়া।
ধামসোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আসাদউল্লাহ আহমেদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি নেতা মোঃ লোকমান হেকিম, মোঃ আব্দুর রহমান বাবুল, মোঃ শরীফ হোসেন খান, মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, মোঃ মাহাবুবুর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম সরকার, মোঃ আবু হানিফ রানা সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরাগণ।
এ সময় বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আজকের এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। তারেক রহমান দেশের বাইরে থেকেও জনগণকে সুসংগঠিত করার জন্য দেশের জন্য কাজ করে যাচ্ছেন।
বক্তারা গত ১৬ বছর বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করেন।
তারা বলেন, হাসিনার পতনের পরও তাদের দোসররা দেশে একটি অস্থিতিশীল অবস্থার সৃষ্টি করছে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা সরকারের অত্যাচারে অতিষ্ট হয়ে পালিয়ে বেরাতে বাধ্য হয়েছে। তারা তাদের নিজ বাসায় থাকতে পারেনি। আর তাই এ অবস্থা থেকে পরিত্রান পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। আগামীতে একটি সুষ্ঠু ভোট হলে জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে দেশে আইনের শাসন কায়েম হবে, দ্রুত দেশের সংস্কার কার্য সম্পন্ন করে অন্তর্বর্তীকালীন সরকারকে একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে হবে বলে নেতৃবৃন্দ সরকারের নিকট দাবি করেন।