স্ত্রীর সামনে স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংস হত্যা: ৬ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ ও অস্ত্র উদ্ধার

আগের সংবাদ

আশুলিয়ায় বিএনপির ইফতার মাহফিল

পরের সংবাদ

সাভারে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, বন্ধুত্বে লুকিয়ে ছিল মৃত্যুর ফাঁদ!

ইস্কান্দার হোসাইন রুদ্র

প্রকাশিত :১০:০৮ পূর্বাহ্ণ, ১৯/০৩/২৫

সাভারে পূর্ব শত্রুতার জেরে সুলতান হোসেন সাগর (২২) নামের এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) রাত ১১টার দিকে সাভার পৌর এলাকার সিআরপি মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত সুলতান হোসেন সাগর নোয়াখালীর রামগঞ্জ থানার মাঝিরগা গ্রামের মৃত তসলিম চৌধুরীর ছেলে। তিনি সাভার পৌরসভার ডগরমোড়া মহল্লায় ভাড়া বাসায় থেকে ঢাকা ডাইং নামের একটি কারখানায় কাজ করতেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাতে সাগরকে তার বন্ধু শফিক বাসা থেকে ডেকে নিয়ে যায়। কিছুক্ষণ পর তাদের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ৬-৭ জন মিলে সাগরকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বন্ধু মাহিদুল হাসান সিফাত বলেন, রাতে কয়েকজন মিলে ডগরমোড়া এলাকা থেকে সাগরকে ধাওয়া করে। পরে সিআরপি তিনরাস্তা মোড়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাকিব আল মাহমুদ শুভ জানান, রাত ১১টা ৪৫ মিনিটে সাগরকে হাসপাতালে আনা হয়। তখন তিনি অচেতন ছিলেন। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়। তার উরু এবং বাম হাঁটুতে একাধিক ধারালো অস্ত্রের আঘাত ছিল, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) জালাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত সাগরের সঙ্গে বন্ধু শফিকের পূর্ব শত্রুতা ছিল। এর জেরেই তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে।

তিনি আরও জানান, সাভার মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের যৌথ দল অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে। খুব শিগগিরই হত্যাকারীদের আইনের আওতায় আনা হবে।