সব
সাভারের আশুলিয়ায় একটি বিল্ডিংয়ের সিঁড়ি থেকে পড়ে ইসমাইল হোসেন (১১) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে। এর আগে সকালে আশুলিয়ার ভাইদাইল পূর্বপাড়া জামিয়া নুরাইল দারুল উলুম মাদ্রাসার ৫ তলার সিঁড়ি থেকে পড়ে তার মৃত্যু হয়।
নিহত ইসমাইল হোসেন সিরাজগঞ্জ জেলার সদর থানার ছোনগাছা এলাকার আশরাফুলের ছেলে। তিনি আশুলিয়ার ভাদাইল এলাকায় পরিবারের সাথে থেকে ওই মাদ্রাসার হেফজ বিভাগে পড়াশোনা করতেন।
স্থানীয়দের সূত্রে পুলিশ জানায়, সকালে ক্লাস চলাকালীন সময়ে ওই শিক্ষার্থী ৫ তলার সিঁড়িতে দাঁড়িয়ে ভিমরুলের বাসা দেখছিল। সিঁড়ির রেলিংয়ের উচ্চতা অনেকটাই কম ছিল। সম্ভবত ভিমরুলের বাসা দেখতে গিয়ে সে নিচের দিকে বেশি ঝুঁকে পড়ে, ফলে রেলিংয়ের ওপর দিয়ে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়।