সব
আশুলিয়ায় ডিম বহনকারী পিকআপের ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় ডাকাতি হওয়া পিকআপ এবং ২৮,৮০০টি ডিম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আবু বকর সিদ্দিক।
এর আগে ৩০ অক্টোবর আশুলিয়া ও আশেপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া পিকআপটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ডাকাত দলের সদস্যরা হলেন: জামালপুরের কচুনদরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রহমান ফকির (৩০), সিরাজগঞ্জের চৌহালী থানার শৈলজানা গ্রামের আজগর আলী বেপারীর ছেলে মোহাম্মদ মনির বেপারী (২৮), গাইবান্ধার পলাশবাড়ি থানার ছোট ভগবানপুর গ্রামের মৃত নুরুল আকন্দের ছেলে মোহাম্মদ শাহীন আকন্দ (৩৮), গাইবান্ধার সাদুল্লাপুর থানার শেরপুর গ্রামের মৃত আনিসুর সোনারের ছেলে মোহাম্মদ সজিব জয় সোনার (২০), একই এলাকার চক ভাগবানপুর গ্রামের মোহাম্মদ আলী সরকারের ছেলে মোহাম্মদ সফি সরকার (৩৫), এবং ঝালকাঠির কাঠালিয়া থানার কাঠালিয়া গ্রামের সাহেব আলী হাওলাদারের ছেলে মোহাম্মদ বাবুল মিয়া (৫০)।
সংবাদ সম্মেলনে অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, সম্প্রতি দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে, ফলে ডাকাতি ও লুটপাট বৃদ্ধি পেয়েছে। গত এক সপ্তাহে আন্তঃজেলা ডাকাত দলের সর্দারসহ মোট ১৬ জন ডাকাত গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ২৯ অক্টোবর মনির হোসেন একটি পিকআপে ২৮,৮০০ ডিম নিয়ে মিরপুরের উদ্দেশ্যে রওনা হন। নবীনগর সেনা অডিটোরিয়ামের সামনে ডাকাতরা পিকআপ লক্ষ্য করে ইট ছুড়ে চালক ও হেলপারের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে তাদের মারপিট করে পিকআপটি নিয়ে যায়। ডাকাতরা আশুলিয়ার টঙ্গাবাড়ীতে এসে ডিমগুলো বিক্রি করে। ঘটনার পর মনির হোসেন থানায় অভিযোগ দিলে তদন্ত টিম গঠন করে অভিযান চালানো হয়। ৩০ অক্টোবর সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ী থেকে আব্দুর রহমান ফকির ও মোঃ মনির বেপারীকে আটক করে লুন্ঠিত ডিম উদ্ধার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে আরও ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম জানান, গ্রেপ্তার ডাকাত দলের ৬ সদস্যকে আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ১৬ অক্টোবর আশুলিয়ার নয়াপাড়া এলাকায় সার্জেন্ট (অবঃ) মোঃ জহিরুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে, যেখানে স্বর্ণালঙ্কারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করে ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এছাড়া, ২৭ অক্টোবর রাজশাহী থেকে গরু নিয়ে আসা ট্রাকটি ২৮ অক্টোবর রাতে ডাকাতির শিকার হয়, এ ঘটনায় ৬ ডাকাতকে গ্রেপ্তার করে ৭টি গরু উদ্ধার করা হয়। সর্বশেষ, ডিম ভর্তি পিকআপ ডাকাতির ঘটনায় গতকাল ৬ ডাকাতকে গ্রেপ্তার করা হয় এবং ডিম উদ্ধার করা হয়।