সব
চাঁদাবাজ ও দখলবাজদের জন্য দলের মধ্যে কোনো স্থান নেই। তারা যত বড় নেতা হোক না কেন, তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজ উদ্দিন।
১৬ অক্টোবর (বুধবার) বিকেলে ধামরাই উপজেলার বোয়াইল ইউনিয়ন বিএনপির কর্মী সভায় তিনি এই মন্তব্য করেন।
এ সময় তমিজ উদ্দিন আরও বলেন, দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি বা দখলবাজি করে, তাহলে আমাদের জানাতে হবে। যে কোনো ব্যক্তি হোক, তাকে দল থেকে বহিষ্কার করা হবে। এটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেউ যেন ক্ষমতার অপব্যবহার না করেন এবং সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ না করেন। ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ মাত্র ৪৫ মিনিটে বিদায় নিয়েছে। আমরা শান্তি চাই এবং প্রতিহিংসার রাজনীতি চাই না। তাই যারা দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও দখলবাজি করছেন, তাদের সতর্ক হতে হবে। চাঁদাবাজি ও দখলবাজির কারণে অনেক বড় বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। আপনাদেরও কোনো ছাড় দেওয়া হবে না।
আওয়ামী লীগের দুর্নীতির বিষয়ে তিনি বলেন, কেউ যদি ব্যাংকে ১০ লাখ টাকা রাখে, তাও উঠাতে গেলে ৫০ হাজার টাকা তুলতে পারছে না। আওয়ামী লীগের অব্যাহত দুর্নীতির কারণে ব্যাংকগুলো খালি হয়ে গেছে। দেশের এমন কোনো সেক্টর নেই যেখানে তারা দুর্নীতি করেনি; তারা দুর্নীতির মহোৎসব আয়োজন করে দেশকে শূন্য করে ফেলেছে। উন্নয়নের নামে লুটপাট চালিয়ে যাচ্ছে।
তমিজ উদ্দিন আরও বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়া বহু নির্যাতন সহ্য করেছেন এবং অসুস্থ থাকা সত্ত্বেও এই আওয়ামী ফ্যাসিস্টদের কাছে মাথা নত করেননি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে বহু মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তবুও তিনি আওয়ামী লীগের কাছে মাথা নত করেননি। বিএনপি হচ্ছে গণমানুষের দল, এবং বিএনপির প্রতিটি নেতাকর্মী যে জুলুমের শিকার হয়েছেন, তাও গণমানুষের পাশে থাকবে এবং ভবিষ্যতেও থাকবে।
উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ রাকিবুর রহমান খান ফরহাদ, সাংগঠনিক সম্পাদক ও রোয়াইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক, এবং রোয়াইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলা উদ্দিন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম।