সব
আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বুধবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার বিশমাইল বাসষ্ট্যান্ড এলাকার বিশমাইল-জিরাবো সড়ক থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- আশুলিয়ার কুরগাঁও আমতলা এলাকার মুনসুর আলীর মেয়ে সোনিয়া আক্তার (২৩) ও শেরপুর জেলার নালিতাবাড়ী থানার মামুনবাগ এলাকার মৃত লোকমান হেকিমের মেয়ে অজুফা খাতুন (৩৫)। অজুফা খাতুন রাজধানীর তুরাগ থানাধীন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়ার নবীনগর এলাকায় ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার বিশমাইল বাসষ্ট্যান্ড এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ২০৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান বলেন, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সেই সাথে সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।