আশুলিয়ায় ইয়াবাসহ দুই নারী মাদক কারবারি গ্রেপ্তার

আগের সংবাদ

বিকেএসপিতে শুরু হলো ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ কোর্স

পরের সংবাদ

আশুলিয়ায় ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাভার্ড ভ্যান জব্দ

হাসান ভূঁইয়া

প্রকাশিত :১:৩৭ অপরাহ্ণ, ০৯/১১/২৩

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজাসহ জাহাদ আলী (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল। এ সময় তার হেফাজত থেকে ১৪৬ বোতল ফেনসিডিল ও ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে বুধবার (৮ নভেম্বর) রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে তেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জাহাদ আলী (২৪) নীলফামারী জেলার বাসিন্দা বলে জানা যায়। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

র‌্যাব-৪ জানায়, গতকাল রাতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে জাহাদ আলী (২৪) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় তার হেফাজত থেকে ১৪৬ বোতল ফেনসিডিল ও ৫ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও (ঢাকা মেট্টো-ন ১৫-৯০৭২) জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল ও গাঁজা সংগ্রহ করে ঢাকা সাভার, ধামরাই ও আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।

এ বিষয়ে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।