গোসলে নেমে ডুবে যাওয়া দুই পর্যটককে উদ্ধার করলো ট্যুরিস্ট পুলিশ

আগের সংবাদ

বাবার স্বপ্ন পূরণ করল নিরব

পরের সংবাদ

অন্যের পরীক্ষা দিতে গিয়ে কারাগারে তরুণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৬:২৮ অপরাহ্ণ, ২৭/০৫/২৩

নীলফামারীর জলঢাকা উপজেলায় চলমান দাখিল পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দেওয়ার অপরাধে মুকুল ইসলাম (১৯) নামে এক তরুণকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ মে) পরীক্ষা চলাকালের উপজেলার ছিটমীরগঞ্জ ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মুকুল ইসলাম নীলফামারী সদর উপজেলার দুহুলী চংকাপাড়ার মো. জাহিদুল ইসলামের ছেলে।

জানা যায়, চলমান দাখিল পরীক্ষায় বন্ধুর হয়ে প্রক্সি দিতে আসেন ওই তরুণ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম কেন্দ্র পরিদর্শনে আসলে তাকে দেখে সন্দেহ হয়। এসময় প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ডে থাকা ছবির সঙ্গে ওই তরুণের চেহারার মিল না পাওয়ায় তাকে এক বছরের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে ছিটমীরগঞ্জ ফাজিল মাদরাসা পরীক্ষাকেন্দ্রের সচিব আব্দুর রশীদ বলেন, ইউএনও এসে পরীক্ষা চলাকালে ওই তরুণকে কারাদণ্ড দেন। সে অন্যের প্রক্সি দিচ্ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল ইসলাম বলেন, অন্যের পরীক্ষা দেওয়ার অপরাধে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। সেইসঙ্গে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।

জলঢাকা থাকার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বদেব রায় বলেন, ওই তরুণকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।