হাজারও নেতাকর্মী নিয়ে সাভারে বিএনপির বিক্ষোভ মিছিল

আগের সংবাদ

মহাসড়কে ছিনতাই-ডাকাতি, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ

পরের সংবাদ

সাভারে হেরোইনসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত :৪:৩৬ অপরাহ্ণ, ২৭/০৮/২২
সাভারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫১ পুড়িয়া হেরোইনসহ শাহীন আলম ওরফে হার্ড ডিস্ক শাহীন (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে প্রীজন ভ্যানে করে তাকে আদালতে পাঠানো হয়।
এর আগে সকাল ৭ টার দিকে সাভারের আমিনবাজার আশা হোটেলের সামনে এলাকার ঢাকা-আরিচা মহাসড়ক থেকে তাকে আটক করা হয়।
আটক শাহীন আলম ওরফে হার্ড ডিস্ক শাহীন (৪০) সাভারের বড়দেশী পূর্বপাড়া এলাকার মৃত আউয়ুব আলীর ছেলে। সে র্দীঘদিন ধরে আমিনবাজার সহ আশপাশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ নেশা জাতীয় মাদক দ্রব্য বিক্রি করে আসছিল বলে জানা যায়।
পুলিশ জানায়, সকালে গোপন সংবাদের ভিত্তিতে জানাতে পারি ঢাকা-আরিচা মহসড়কের আমিনবাজার এলাকার আশা হোটেল সামনে কতিপয় মাদক কারবারি মাদক ক্রয়-বিক্রয় করছে। পরে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে একজনকে আটক করা হয়। পরে তার নিকট তল্লাশী করে ৫১ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) হারুন-অর-রশিদ বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে ।